ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক (বেটা-৩)
ওয়ার্ডপ্রেসকে শতভাগ বাংলায় রূপান্তর প্রকল্পটি একরকম বন্ধই হয়ে গিয়েছিল। এর মধ্যেই অনেক শুভাকাংখী সরাসরি, ফোন, ইমেইল, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে নানাভাবে উৎসাহ যুগিয়েছেন আবার শুরু করার জন্য। এখানে বলে রাখা দরকার, প্রকল্পটি যখন শুরু হয়েছিল তখন ওয়ার্ডপ্রেস 2.xx এর আমল। এর মধ্য বদলেছে অনেক কিছুই। যুক্তও হয়েছে আরো অনেক সুবিধা। অনেক ভাষাগত পরিবর্তন ও পরিবর্ধনও লক্ষণীয়। সেদিকটা মাথায় রেখেই ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক বেটা ৩.০ রিলিজ দেয়া হলো। এবারও আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ এবং সমালোচনার আশায় রইলাম।

১. প্রথমে ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক বেটা ৩.০ জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
২. সেটাকে আনজিপ করলে bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
৩. আপনার ওয়ার্ডপ্রেসের wp-content/languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার না থাকলে তৈরী করে নিন)
৪. আপনার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরিতে থাকা wp-config.php ফাইলটি এডিটরে খুলুন এবং define(‘WPLANG’, ”); লাইনটি খুজে বের করুন।
৫. WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
৬. ফাইলটি সেভ করুন।
ব্যস এতটুকুই। এবার আপনার ওয়ার্ডপ্রেস চালিত সাইটে গিয়ে দেখুন তা বাংলাতেই দেখাচ্ছে :)
এখানে বলে রাখা দরকার:
এমও ফাইলটার নাম আগে Bangla.mo থাকলেও বাবর (www.ibabar.com) ভাইয়ের যুক্তিসঙ্গত পরামর্শ মোতাবেক ওয়ার্ডপ্রেস স্বীকৃত আইএসও কোড অনুসারে এটার নাম bn_BD.mo করা হয়েছে।
কিভাবে ব্যবহার করবেন?
ব্যবহারের নিয়ম একই।১. প্রথমে ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক বেটা ৩.০ জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
২. সেটাকে আনজিপ করলে bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
৩. আপনার ওয়ার্ডপ্রেসের wp-content/languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার না থাকলে তৈরী করে নিন)
৪. আপনার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরিতে থাকা wp-config.php ফাইলটি এডিটরে খুলুন এবং define(‘WPLANG’, ”); লাইনটি খুজে বের করুন।
৫. WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
৬. ফাইলটি সেভ করুন।
ব্যস এতটুকুই। এবার আপনার ওয়ার্ডপ্রেস চালিত সাইটে গিয়ে দেখুন তা বাংলাতেই দেখাচ্ছে :)
No comments:
Post a Comment